অভিনব কায়দায় সামাজিক দূরত্ব বোঝালেন বোল্ট
স্প্রিন্টের ট্র্যাকে নেমেই গতির ঝড় তুলতেন। তার সঙ্গে অন্যদের দূরত্বটা বুঝিয়ে দিতেন কয়েক সেকেন্ডেই। যে দূরত্বের ব্যবধানে উসাইন বোল্টের কাছে হার মেনেছেন বহু তারকা স্প্রিন্টার। সেই দূরত্বকেই উদাহরণ হিসেবে ব্যবহার করলেন জ্যামাইকান কিংবদন্তি এই স্প্রিন্টার।
করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বেই এখন লকডাউন অবস্থা। সবাই নিজেকে ঘরবন্দী করে রেখেছেন। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।
সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারটি বোঝাতে ট্র্যাকে দৌড়ানো নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বোল্ট।
২০০৮ বেইজিং অলিম্পিকে ১০০ মিটারের চূড়ান্ত দৌড়ের ছবিটি নিজের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করেছেন বোল্ট। সেবার ৯.৬৯ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্ব রেকর্ড গড়েন ৩৩ বছর বয়সী কিংবদন্তি এই স্প্রিন্টার।
পোস্ট করা ছবিটিতে দেখা যায়, দৌড়ের একেবারে শেষ পর্যায়ে আছেন অলিম্পিকের আটবারের স্বর্ণজয়ী বোল্ট। অনান্য স্প্রিন্টাররা তার থেকে বেশ পিছিয়ে।
ছবিটি পোস্ট করে বোল্ট লিখেছেন, 'সামাজিক দূরত্ব।' বোল্টের এই বার্তায় একটা ব্যাপার পরিস্কার, সেটা হলো সামাজিক দূরত্ব বজায় রাখতে নিজেকেই বেশি চেষ্টা করতে হবে। কিংবদন্তি এই স্প্রিন্টার নিজের স্টাইলে সেটা সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন।