'বাজপাখি' হয়েই গোল্ডেন গ্লাভস জিতলেন এমিলিয়ানো মার্তিনেস
বছর তিনেক আগেও ক্লাব ফুটবলে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া এমিলিয়ানো মার্তিনেসই জিতেছেন কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার। শিরোপা জেতার পথে আর্জেন্টিনা দলে মেসির থেকে মার্তিনেসের অবদান কোনো অংশেই কম ছিলো না।
কিছুদিন আগেও তার ডাকনাম 'বাজপাখি' নিয়ে বিদ্রূপ করতে ছাড়েননি প্রতিপক্ষ দলের সমর্থকেরা। কাতার বিশ্বকাপে তিনি প্রমাণ করে দিলেন, কেন তাকে 'বাজপাখি' নামে ডাকা হয়।
সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর তুমুল সমালোচনা হয়েছিল আর্জেন্টাইন গোলকিপারের। কিন্তু এরপর থেকেই যেন নিজের জাত চেনাতে শুরু করেন মার্তিনেস। শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে অসাধারণ সেইভ করে দলকে রক্ষা করেন তিনি।
কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে ডাচদের প্রথম দুই শট ঠেকিয়ে আর্জেন্টিনার সেমি-ফাইনালের উঠার রাস্তাটাও পরিস্কার করেন এমিলিয়ানো মার্তিনেস।
আর ফাইনালে যা করলেন, তাতে আর্জেন্টিনার মানুষ মার্তিনেসের কাছে হয়ে রইবে চিরঋণী। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ৩-৩ সমতা থাকতে এক বনাম এক অবস্থায় ফ্রান্সের কোলো মুয়ানির শট যেভাবে ঠেকালেন, আর্জেন্টিনা সমর্থকদের গলার কাছে আসা হৃদপিন্ড আবার জায়গায় ফেরে তাতে।
টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পের শট ঠেকাতে না পারলেও হাত ছুঁইয়েছিলেন মার্তিনেস। পরের শটেই ঠেকিয়ে দেন কোম্যানের শট। আর তাতেই চাপ কমে যায় আর্জেন্টিনার টাইব্রেকার শ্যুটারদের উপর থেকে। নিজের শটে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন মন্তিয়েল।
এমিলিয়ানো মার্তিনেস বলেছিলেন, প্রয়োজনে মেসির জন্য জীবন দেবেন তিনি, তা মার্তিনেসের দিতে হয়নি। তবে যা তিনি দিয়েছেন, তাতেই ইতিহাস মনে রাখবে তাকে।