ইংল্যান্ড-স্পেনের সঙ্গে খেলতে না পারার আফসোস মার্তিনেসের
সদ্যই আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ব্রাজিল ও আর্জেন্টিনা খেলেছে দুটি করে ম্যাচ। যেখানে সেলেকাওদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ও স্পেনের মতো দল, অপরদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলেছে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে।
কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার এমন তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলা কতটা কাজে দেবে, তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে ব্রাজিল খেলেছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দল ও ফুটবল পরাশক্তিদের সঙ্গে। আলবিসেলেস্তেদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও একমত এই প্রসঙ্গে।
মার্তিনেসের মতে, কোপা আমেরিকার আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেললেই বরং সেটি বেশি কাজে দিতো, 'এল সালভাদরের প্রতি সম্মান রেখেই বলছি, বিশ্বমানের দলগুলোর বিপক্ষে খেলতে পারলেই আমাদের জন্য বেশি লাভ হতো। ইউরোপে আমাদের ইংল্যান্ড, স্পেন বা তেমন কোনো দলের সঙ্গে খেলা প্রয়োজন ছিল।'
তবে সব প্রতিপক্ষের বিপক্ষেই যে নিজেদের সেরাটা দিয়ে খেলে আর্জেন্টিনা, সেটিও স্পষ্ট করেছেন মার্তিনেস, 'আমরা যার বিপক্ষেই খেলি না কেন, সবসময় একইভাবে খেলি। এল সালভাদরের বিপক্ষে খেলাটা মারাকানায় ব্রাজিলের বিপক্ষে কিংবা লুসাইলে ফ্রান্সের বিপক্ষে খেলার মতোই। সব ম্যাচই আমাদের একইভাবে খেলতে হয়েছে।'
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনা নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে গুয়েতেমালার বিপক্ষে। ২১ জুন কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ কানাডা।