বিশ্বজয়ের নায়কদের বরণ করে নিতে প্রস্তুত আর্জেন্টিনা
৩৬ বছর, অপেক্ষার প্রহর তো কম নয়। এতো বছরের দীর্ঘ প্রতিক্ষার পর যাদের জন্য গোটা দেশ ভাসছে আনন্দে, সেই নায়কদের বরণ করে নেওয়ার জন্য যেন জাঁকজমকের কমতি না হয়, সেটি নিশ্চিত করবে আর্জেন্টিনার জনগণ।
মেসি-দি মারিয়ার জন্মস্থান রোজারিও থেকে রাজধানী বুয়েন্স এইরেস, এমিলিয়ানো মার্তিনেসের লা প্লাতা থেকে হুলিয়ান আলভারেজের কোলচিন, এনসো ফার্নান্দেজের সান মার্তিন থেকে ডি পলের সারান্দি, এমন কোনো জায়গা বাকি নেই যেখানে উৎসবের রেশ নেই।
বিশ্বকাপ ফাইনাল শেষ কাতারেই একপ্রস্থ উদযাপন করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী খেলোয়াড়রা। কাতারে উপস্থিত প্রায় ৮০ হাজার আর্জেন্টাইনের সঙ্গে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে প্যারেড করেন মেসি-দি মারিয়ারা।
তবে আসল উদযাপন বাকি এখনও, দেশের মাটিতে পা রাখার পর বুয়েন্স এইরেসের চিত্র কেমন হতে পারে তা কল্পনা করাও দুঃসাধ্য। সব শ্রেণি-পেশার মানুষের এখন একটাই অপেক্ষা, দল কখন দেশে ফিরবে।
বুয়েন্স এইরেসের একজন শিক্ষক, ভেরোনিকা সিলভা জানান, 'অবশ্যই আমরা আমাদের দল ফিরে আসার অপেক্ষায় আছি। তারা আসার পর আসল উৎসব শুরু হবে।'
রাজধানীরই রাস্তা পরিস্কার কাজে নিয়োজিত ৬৩ বছর বয়সী রোসা রদ্রিগেজ বলেন, 'আমাদের আর তর সইছে না সবাইকে একসাথে দেখতে। এটি একটি দুর্দান্ত দল যারা আমাদেরকে গর্বিত করেছে।'
আর্জেন্টিনার উৎসব তো কেবল শুরু, ৩৬ বছরের জমানো উল্লাস কী আর একটুতে শেষ হয়!