নওগাঁয় চেয়ারম্যানের আত্মীয়ের বাড়ি থেকে ১৭০ বস্তা চাল উদ্ধার
নওগাঁয় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৭০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় মামলা হলেও কাউকে আটক করা হয়নি।
বুধবার মধ্যরাতে সদর উপজেলার মল্লিকপুর গ্রামের আবদুর রব নামে এক ব্যক্তির বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়। আবদুর রহমান সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন পরিষদের চেয়ারমান সামছুজ্জোহার ভাতিজা আবু সাঈদের শ্যালক।
থানা সূত্র জানায়, চেয়ারম্যান সামছুজ্জোহার ভাতিজা ওএমএসের ডিলার আবু সাঈদ। তিনি সরকারিভাবে ওএমএসের চাল বিক্রি না করে ১৭০ বস্তা চাল গোপনে তার শ্যালক আবদুর রবের বাড়িতে মজুদ করে রাখে। গ্রামবাসী বিষয়টি জানতে পেরে বুধবার রাত ১টার দিকে ওই বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ এসে সেখান থেকে ১৭০ বস্তা চাল উদ্ধার করে। তবে ওই বাড়ির মালিক ও ডিলার কাউকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।
সদর মডেল থানার ওসি মো. সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এদিকে করোনাভাইরাসের সংক্রণ ঠেকাতে নওগাঁ জেলাকে লকডাউন করা হয়েছে। বুধবার এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক হারুন অর রশীদ।