দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিজেরাই সমাধান করবো: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আমরা নিজেরাই সমাধান করবো।
সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। বিদেশি দূতাবাসের যারা কথা বলেন- আমাদের অভ্যন্তরীণ বিষয়ে জেনেভা কনভেনশনে যে নিয়ম রয়েছে তার বাইরে তাদের যাওয়া উচিত নয়।'
কাদের বলেন, যানবাহন ও দোকানে আগুন দেয়ার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার সহ্য করবে না।'যেকোনো ধরনের সন্ত্রাস প্রতিরোধে আমরা সদাসতর্ক আছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।'