ঢাকার বিমানবন্দরে চীনের চার নাগরিকের করোনা শনাক্ত, নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরে
সোমবার (২৬ ডিসেম্বর) চীন থেকে ঢাকায় আসা চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বিকেলেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন চীনের এ নাগরিকরা। নিশ্চিত হওয়ার জন্য তাদের স্বাস্থ্য পরীক্ষার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
আইইডিসিআর এর পরিচালক প্রফেসর তাহমিনা শিরিন বলেছেন, চীন ফেরত চারজনের এয়ারপোর্টে করোনা শনাক্ত হলে নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে, তবে তারা এখনো সেগুলো পাননি।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'পরীক্ষা করতে সময় লাগবে। পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদফতরে পাঠিয়ে দেয়া হবে'।
চীনে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিএফ.৭ উপধরণের কারণে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে।
এই অবস্থায় নতুন ধরনকে 'অত্যন্ত সংক্রামক' উল্লেখ করে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে সতর্কতার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।
নতুন এ সাব-ভেরিয়েন্টের বিস্তার ঠেকাতে অন্যান্য দেশের মত বাংলাদেশও দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দেশে কোভিড-১৯ পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় রয়েছে, এই অবস্থায় মানুষের অহেতুক আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে চীন ও ভারতের পরিস্থিতি অবনতি হওয়ায় সতর্ক থাকতে হবে।
আজ সোমবার সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সাতজন কোভিড-১৯ আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এসময়ে কারো প্রাণহানি ঘটেনি বলেও জানিয়েছে জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।