জাতীয় মানবকল্যাণ পদক পেলো বিদ্যানন্দ ফাউন্ডেশন
মানবকল্যাণে ইতিবাচক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ জাতীয় মানবকল্যাণ পদক-২০২১ পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা শেষে পদক তুলে দেওয়া হয় সংগঠনটির সাধারণ সম্পাদপকের হাতে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ; বিশেষ অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেমন।
মানবকল্যাণমূলক কজের জন্য এ পদক পেয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষে পদক গ্রহণ করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিপ্রা দাশ।
পদক প্রাপ্তি সম্পর্কে বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাশ জানান, "শুদ্ধ কাজের স্বীকৃতি অন্যদের ভালো কাজে অনুপ্রাণিত করবে। প্রথা ভাঙ্গার অনাড়ম্বর কাজের পরও বিদ্যানন্দকে খুঁজে নেওয়ার জন্য জাতীয় সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যানন্দ ফাউন্ডেশন সারাদেশে ৭ টি এতিমখানা, ৫ টি স্কুল ও শিখন কেন্দ্রের পাশাপাশি এক টাকায় আহার, বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল, আত্মকর্মসংস্থান প্রকল্প সম্বলসহ বছরব্যাপী অসংখ্য কার্যক্রম পরিচালনা করে।