বঙ্গবন্ধু সাফারি পার্কে বিরল প্রজাতির নীলগাই হস্তান্তর বিজিবির
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিরল প্রজাতির একটি নীলগাই হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বিজিবি'র ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে বন অধিদপ্তরের অধীনস্থ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মোঃ ছানাউল্যা পাটওয়ারীর নিকট নীলগাইটি হস্তান্তর করেন।
গত বছরের ২৬ অক্টোবর বিজিবি'র রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপি'র টহলদল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের সীমান্তবর্তী হাউসনগর এলাকা থেকে আহত অবস্থায় বর্ণিত নীলগাইটিকে উদ্ধার করে।
এলাকাবাসীর ধাওয়া খেয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার কারণে নীলগাইটি মারাত্মকভাবে আহত হয়। তাছাড়া দীর্ঘক্ষণ না খেয়ে থাকায় প্রাণীটি ছিল অত্যন্ত দুর্বল ও মৃতপ্রায়।
পরবর্তীতে সংবেদনশীল ও বিরল প্রজাতির এই প্রাণীটিকে উদ্ধার করে বিজিবি'র তত্ত্বাবধানে দীর্ঘ ২ মাস ৮ দিন ধরে নিজস্ব ভেটেরিনারি ডাক্তার কর্তৃক সুচিকিৎসা প্রদান, প্রয়োজনীয় খাবার ও বাসস্থানের ব্যবস্থা করে নিবিড় পরিচর্যা করা হয়। বিরল প্রজাতির এই প্রাণীটিকে জাতীয়ভাবে সংরক্ষণের জন্য আজ বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হলো।
উল্লেখ্য, ইতোপূর্বে গত ২৩ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে ঠাকুরগাঁওয়ের কান্তিভিটা এলাকায় স্থানীয়দের নির্মমতার শিকার মৃতপ্রায় একটি পুরুষ নীলগাই উদ্ধার করে বিজিবি সদস্যগণ বিওপিতে নিয়ে আসে এবং সুদীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তোলে।
এছাড়া গত বছরের ৬ জানুয়ারি দিনাজপুর ব্যাটালিয়নের বৈরচূনা বিওপি'র টহলদল আহত অবস্থায় আরও একটি নীলগাই উদ্ধার করে চিকিৎসা প্রদান ও নিবিড় পরিচর্যার মাধ্যমে সেটিকেও সুস্থ করে তোলে। পরবর্তীতে নীলগাই দু'টিকে ঢাকায় আনা হয়।