সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
কাতার বিশ্বকাপে নিজেদের সমর্থকদের ভুলে মাশুল দিলো মেক্সিকো ফুটবল ফেডারেশন। গ্রুপ পর্বের ম্যাচে পোল্যান্ড এবং সৌদি আরব দল তাদের সমর্থকদের দিকে অসম্মানজনক বার্তা সংবলিত গান গাওয়ার অভিযোগ আসে মেক্সিকোর সমর্থকদের বিরুদ্ধে। সেটিরই তদন্ত করে সত্যতা খুঁজে পেয়েছে ফিফা।
নিজেদের সমর্থকদের খারাপ ব্যবহারের দরুন মেক্সিকো ফুটবল ফেডারেশনকে ১ লাখ ৮ হাজার ডলার জরিমানা করেছে ফিফা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা।
সেইসাথে মেক্সিকো জাতীয় দলকে একটি ম্যাচ খেলতে হবে সমর্থকদের উপস্থিতি ছাড়া। নিজেদের পরবর্তী ম্যাচেই এই নিষেধাজ্ঞা কার্যকরী হবে মেক্সিকোর জন্য।
উল্লেখ্য, মেক্সিকোর সমর্থকেরা পোল্যান্ড এবং সৌদি আরবের বিপক্ষে ম্যাচে তাদের গোলরক্ষককে লক্ষ্য করে অসম্মানজনক গান গেয়েছিলেন।
যার ফলে মেক্সিকোর বিপক্ষে তদন্তে নামে ফিফা এবং অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে মেক্সিকান ফেডারেশনকে শাস্তি প্রদান করে ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।