কেন্দ্রীয় ও জেলা কারাগারের জন্য ৯০ চিকিৎসক নিয়োগ দিল স্বাস্থ্য অধিদপ্তর
দেশের কেন্দ্রীয় ও জেলা কারাগারের জন্য ৯০ জন চিকিৎসক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য সেবা অধিদপ্তর (ডিজিএইচএস)।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) ডিজিএইচএস এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে আগামী তিন দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিজ্ঞপ্তি জারির দুই কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের দায়িত্ব হস্তান্তর করতে হবে, অথবা তারা তৃতীয় দিনে অব্যাহতি পেয়েছেন বলে মনে করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের নতুন কর্মস্থলে যোগদানের আগে তাদের বর্তমান কর্মস্থল থেকে রিলিজ লেটার নিতে হবে।