পারিশ্রমিকের দৌড়ে কি শাহরুখকে ছাড়িয়ে গেছেন অক্ষয়?
আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই ড্রামা 'পাঠান'। সিনেমায় শাহরুখের উপস্থিতি যেন বলিউড পাড়ায় একের পর এক আলোচনার জন্ম দিচ্ছে। ইতোমধ্যেই সিনেমাটির বেশ কয়েকটি গান নিয়ে দর্শকেরা একদিকে নিজেদের উচ্ছ্বাস এবং অন্যদিকে কিছু দর্শক নিজেদের হতাশা প্রকাশ করেছেন।
সম্প্রতি সিনেমাটিতে শাহরুখের পারিশ্রমিক ঘিরেও শুরু হয়েছে আলোচনা। শোনা যাচ্ছে, 'যশরাজ ফিল্মস'-এর সবচেয়ে বেশি বাজেটের এই সিনেমাটির জন্য ৩০ থেকে ৪০ কোটি টাকার পারিশ্রমিক নিয়েছেন এসআরকে! খবর আনন্দবাজার পত্রিকার।
তবে মূল বিতর্কের শুরু 'পাঠান' সিনেমায় শাহরুখের এ পারিশ্রমিকের সাথে অক্ষয় কুমারের পারিশ্রমিকের তুলনার মধ্যে দিয়ে। গুঞ্জন রয়েছে, পারিশ্রমিকের তুলনায় 'কিং খান' কে পেছনে ফেলেছেন অক্ষয়।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে মুক্তিপ্রাপ্ত রহস্য ঘরানার সিনেমা 'কাটপুতলি' এর পারিশ্রমিক বাবদ অক্ষয় ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে গুঞ্জন উঠেছে!
অক্ষয় যদি এত মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েই থাকেন তবে তা 'কাটপুতলি' সিনেমার বাজেটের প্রায় ৮০ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে। অক্ষয়ের আকাশছোঁয়া পারিশ্রমিকের এ তথ্য সত্য, নাকি পুরোটাই গুঞ্জন সে সম্পর্কে এবার মুখ খুলেছেন সিনেমাটির প্রযোজক জ্যাকি ভগনানি।
প্রযোজক জ্যাকি এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বলেন, "এভাবে তারকাদের পারিশ্রমিক বিচার করা ঠিক নয়। এতে তথ্যের স্বচ্ছতা থাকে না। একটি ছবি মোট যত টাকার ব্যবসা করে, তার লভ্যাংশের অনুপাতে বড় তারকারা পারিশ্রমিক নিয়ে থাকেন।"
জ্যাকি ভগনানির আরও বলেন, "অক্ষয় নিজের পারিশ্রমিক নিয়ে ভীষণ স্বচ্ছ। কারও কথায় মন্তব্য করছি না, তবে এটুকু বলতে পারি, আমার চতুর্থ ছবিটা ওর সঙ্গেই করছি।"
তবে বিতর্ক যতই হোক, 'পাঠান' সিনেমা যে বক্স অফিসে বাজিমাত করবে সেটা অনেকটাই আন্দাজ করা যাচ্ছে। ইতোমধ্যেই ভারতের অন্যতম বড় সিনেমা চেইনগুলোতে শাহরুখ ও দীপিকা অভিনীত সিনেমাটির ১ লক্ষের বেশি টিকিট অগ্রিম বুক হয়ে গেছে। শাহরুখকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের 'জিরো'তে।
দীর্ঘ ৪ বছর পর 'পাঠান' ভূমিকায় বড় পর্দায় বলিউড বাদশাহর প্রত্যাবর্তনে ভক্তদের মধ্যে তীব্র উত্তেজনা কাজ করছে। ট্রেড এক্সপার্টসদের মতে, প্রথম দিনে ৩৫ থেকে ৪০ কোটি সংগ্রহের জন্য প্রস্তুত 'পাঠান'।
এছাড়াও প্রথম সপ্তাহান্তে সিনেমাটি ভারতে ১৫০-২০০ কোটি এবং বিশ্বব্যাপী ৩০০ কোটি আয় করতে পারে!