ত্রাণের দাবিতে নৃ-গোষ্ঠীর সড়ক অবরোধ
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
সোমবার সকালে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কয়েকশ' পরিবার।
নৃ-গোষ্ঠীর পরিবারগুলো দাবি করেন, সরকার ও ইউনিয়ন পরিষদ থেকে তারা কোনো প্রকার সহায়তা পাননি। তারা বলেন, ইউপি সদস্য তাদের কাছ থেকে সহায়তা দেওয়ার কথা বলে ভোটার আইডির ফটোকপি কয়েকবার নিয়ে গেলেও তাদের সঙ্গে আর যোগাযোগ করেননি।
এ সময় তারা ত্রাণের দাবিতে বিভিন্ন ধরনের প্লে কার্ড হাতে নিয়ে স্লোগান দেয়। সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে জরুরি কাজে নিয়োজিত যানবাহন আটকে পড়ে।
চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জর্জিস সোহেল জানান, আমরা ইউনিয়ন পরিষদ থেকে যা পেয়েছি তা আমাদের চাহিদার তুলনায় অনেক কম। আমার ওয়ার্ডে সাড়ে চার হাজার ভোটার। আমি বরাদ্দ পেয়েছি কয়েকশ' প্যাকেট। যা দিয়ে চাহিদা মেটানো অসম্ভব। তবু আমাদের সাধ্য মতো তাদের পাশে দাঁড়িয়েছি।
৩নং ওয়ার্ড ইউপি সদস্য জীবন কুমার রায় জানান, আমি পরিষদ থেকে ৩৮টি ত্রাণের কার্ড পেয়েছি। যার মধ্যে ১২টি কার্ড আমি নৃ-গোষ্ঠী সম্প্রদায় পরিবারের মাঝে বিতরণ করেছি। বাকিগুলো বিভিন্ন সম্প্রদায়ের গরীব মানুষদের মাঝে দিয়েছি।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী জানান, ইতোমধ্যে আমরা এ সম্প্রদায়ের মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার সকলের জন্য ত্রাণ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। যারা পাননি পর্যায়ক্রমে তাদের মাঝে ত্রান পৌঁছে দেওয়া হবে।