চাল চোরদের ডেরায় প্রশাসনের আঁচড়
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশ কার্যত অচল। ঘোষিত ও অঘোষিত লকডাউনের কারণে জরুরি সেবা ছাড়া বন্ধ হয়ে আছে দেশের সকল জেলার সব ধরনের কার্যক্রম।
তুলনামূলক স্বচ্ছল ব্যক্তিরা নিজেদের সঞ্চয় ভাঙিয়ে চললেও বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
তবে তাদের কথা চিন্তা করে সরকারের পক্ষ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ত্রাণ বিতরণসহ খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের ১০ টাকা কেজি দরের চাল দেওয়া হচ্ছে।
তবে সরকারের এ পদক্ষেপগুলো কিছু মুনাফালোভী জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের কারণে ম্লান হতে চলেছে। সারা দেশের পুলিশ-প্রশাসন তৎপর থাকায় এরই মধ্যে চালচোরদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। স্থানীয় সরকারের পদ থেকে বহিষ্কার হয়েছেন অনেক জনপ্রতিনিধি। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির অনেকের ডিলারশিপ বাতিল করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো ডেস্ক রিপোর্ট-
২৪ ঘণ্টায় জামালপুরে ১৪ হাজার কেজি চাল জব্দ
গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র জামালপুর থেকেই উদ্ধার করা হয়েছে ১৪ হাজার ১০০ কেজি চাল। খাদ্যবান্ধব কর্মসূচির এই চালগুলো নিম্ন আয়ের মানুষের কাছে সরবরাহ না করে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা নিজেদের গোডাউনে মজুদ করে রাখেন।
খবর পেয়ে স্থানীয় পুলিশ-প্রশাসন অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে।
রোববার দুপুরে জেলার ইসলামপুরের গুঠাইল বাজারে অভিযান চালিয়ে চার হাজার ৮৫০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করে উপজেলা প্রশাসন। গোডাউনটি ওই উপজেলার চিনাডুলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন এবং সদস্য মোশারফ হোসেনের যৌথ মালিকানায়। তারা দুজনই পলাতক।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা করতে খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া জেলার ইসলামপুরে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ৯ হাজার ২৫০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গুঠাইল বাজারে নন্দু নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়। খবর পেয়ে গুদাম মালিক নন্দু আগে থেকে পালিয়ে যায়।
আ. লীগ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের সন্দ্বীপে এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে ১৩২ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। উপজেলার সারিকাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ওরফে আসিফের বাসা থেকে রোববার চালগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সন্দ্বীপ থানার ওসি শেখ শরিফুল আলম।
ওসি বলেন, স্ত্রী রাজিয়া সুলতানার নামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস চালের ডিলারশিপ নিয়েছেন আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল। ডিলারশিপ নেওয়ার পরে ওএমএস চালের প্রতিটি ৩০ কেজি বস্তা থেকে ৬ কেজি করে চুরি করার অভিযোগ উঠে ডিলারের বিরুদ্ধে।
নারী ইউপি সদস্যের শ্বশুর বাড়িতে সরকারি চাল
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যের শ্বশুর বাড়ি থেকে ১৮০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে চালগুলো উদ্ধার করা হয়।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদারের নেতৃত্বে খাদ্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও রাজাপুর থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের গিঘড়া গ্রামের হাছান আলীর ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। হাছান আলী ওই এলাকার নারী ইউপি সদস্য সোনিয়া আক্তারের শ্বশুর।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল উদ্ধার করা হয়।
কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ
দীর্ঘ চার বছর ধরে ভুয়া নাম দিয়ে ওএমএস এর চাল উত্তোলন করে আত্মসাত করায় কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন স্বপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন।
বিষয়টি তদন্তপূর্বক আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওাস) নির্দেশ দেওয়া হয়েছে।
১২০ বস্তা চালসহ ট্রলিচালক আটক
গোডাউন থেকে সরানোর সময় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২৫ কেজি ওজনের ১২০ বস্তা চালসহ দুখু মিয়া নামে এক ট্রলিচালককে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সিন্ধুর্ণায় একটি গোডাউন থেকে এসব চাল জব্দ করে পুলিশ।
ট্রলি চালক দুখু মিয়া জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের বাসিন্দা।
হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কৃষককে পেটানো সেই চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত
নাটোরের লালপুরে ত্রাণ চাওয়ায় কৃষক শহিদুল ইসলামকে ডেকে নিয়ে পেটানোর অভিযোগে ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তার ও ইউপি সদস্য রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এ ছাড়া কেন তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে জানতে চেয়ে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ সংক্রান্ত একটি আদেশ রোববার নাটোরের জেলা প্রশাসকের কাছে পৌঁছে। এর আগে অভিযুক্ত চেয়ারম্যান, ইউপ সদস্য ও অপর আসামি রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা প্রশাসক মো. শাহ রিয়াজ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জের সরকারি চালসহ ডিলার আটক
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০ টাকা কেজির ৩৫৭ কেজি চালসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার রাতে উপজেলার কৈজুরী ইউপির গোপালপুর গ্রামের বক্কার মোল্লার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আলাউদ্দিন একই গ্রামের বাসিন্দা।
শাহজাদপুরের ইউএনও শাহ মো. শামসুজ্জোহা এ তথ্য নিশ্চিত করেছেন।