অবৈধ সুবিধা নিয়েছেন জোকোভিচ?
অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাচের মাঝ বিরতিতে নিজের কোচিং স্টাফের কাছ থেকে গরম পানির বোতল নেন নোভাক জোকোভিচ। বোতলের পাশাপাশি ছোট্ট একটি চিরকুট জোকোভিচকে দেন তার কোচ। পানি খাওয়ার সাথে সাথে চিরকুটটি পড়তে দেখা যায় সার্বিয়ান তারকাকে।
টেনিস ম্যাচ চলাকালীন সরাসরি নিজের কোচিং স্টাফের থেকে পরামর্শ নেওয়ার নিয়ম এতদিন ছিলো না। যদিও সম্প্রতি এই এই সুযোগ নেওয়া বৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু লিখিতভাবে কোনো পরামর্শ দেওয়া বৈধ কিনা সেই প্রশ্ন উঠেছে।
জোকোভিচের এই চিরকুট পড়া অবশ্য চোখে পড়েছে দর্শকদের। ম্যাচ রেফারি কিংবা আম্পায়ার কোনো ধরণের সতর্ক করেননি তাকে। কয়েকজন জোকোভিচের এই বোতলের সঙ্গে চিরকুট নেওয়ার দৃশ্যটি ভিডিও করেছেন।
সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে জোকোভিচ যে অবৈধ সুবিধা নিয়েছেন সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। গরম পানি কীভাবে খাবেন, কাগজে সেই নির্দেশনাও লেখা থাকতে পারে।
উল্লেখ্য, নিজের ২২ তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ান ওপেনে লড়ছেন জোকোভিচ। ইতোমধ্যে উঠে গেছে কোয়ার্টার-ফাইনালেও। সেখানে তার প্রতিপক্ষ আন্দ্রে রুবলেভ।