২০৩০ সালের মধ্যে ১৭ বিলিয়ন ডলারের ওপর রপ্তানির লক্ষ্য প্লাস্টিক খাতের
২০৩০ সালের মধ্যে বৈশ্বিক বাজারের ৩% শেয়ার অর্জন করতে চায় প্লাস্টিক খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। বর্তমানে ৫৭০ বিলিয়ন ডলারের প্লাস্টিকের বৈশ্বিক বাজারে বাংলাদেশের মার্কেট শেয়ার মাত্র ০.১%।
বাংলাদেশ গত বছর প্রায় ১.১ বিলিয়ন ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করেছে। নতুন লক্ষ্য ১৭ বিলিয়ন ডলারের ওপরে পৌঁছানো।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিজিএমইএ'র সভাপতি শামীম আহমেদ।
তিনি বলেন, 'এর জন্য প্রয়োজন সরকারের নীতিগত সহায়তা। আমাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। এছাড়া প্লাস্টিক শিল্প খাতের ট্যাক্স হলিডে ১০ বছরের জন্য এবং প্লাস্টিক খেলনা আইটেমে ও ক্রোকারিজ আইটেমের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করা প্রয়োজন।'
'আমাদের প্রচুর সুযোগ আছে। আমরা ১২৬টি দেশে রপ্তানি করে থাকি', উল্লেখ করেন তিনি।
শামীম আহমেদ আরও জানান, প্লাস্টিক খাতে বর্তমানে সারাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজারের অধিক মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান অভ্যন্তরীণভাবে প্রায় ৪০,০০০ কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন করছে।
এই খাত সরকারের কোষাগারে প্রতি বছর আনুমানিক প্রায় ৩৫০০ কোটি টাকা রাজস্ব দিয়ে থাকে। রপ্তানি হয় প্রায় ১.২ বিলিয়ন ডলারের মতো; তিনি যোগ করেন, প্লাস্টিক খাতে ইতোমধ্যে প্রায় ১২ লক্ষাধিক লোকের কর্মসংস্থান হয়েছে।
প্লাস্টিক পণ্য রিসাইক্লিং করার জন্য সরকারকে সহায়তা ও জনগণের মধ্যে সচেতনতা তৈরীর আহ্বান জানান তিনি।
আগামী ২২ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) চার দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এবারের মেলায় বিশ্বের ২১টি দেশের ৩০০ প্রতিষ্ঠান অংশ নেবে। মোট ৪৬৯টি স্টলে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ইয়র্কার্স টর্কার্স অ্যান্ড মার্কেটিং কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ২২-২৫ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে; যেখানে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৭৬০টি স্টল থাকবে।
মেলায় বিশ্বের ২১টি দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। দেশগুলোর মধ্যে চীন, তাইওয়ান, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, শ্রীলংকা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, কানাডা, ইউএসএ, ফ্রান্স, হংকং, ইতালি, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত উল্লেখযোগ্য।
মেলায় প্লাস্টিক পণ্যের পাশাপাশি আধুনিক প্রযুক্তির মেশিনারিজ ও প্লাস্টিক রিসাইক্লিং পণ্য তৈরীর সর্বশেষ প্রযুক্তির মেশিন প্রদর্শিত হবে বলে জানান বিপিজিএমই'র সভাপতি।