চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব শুল্ক স্টেশনে দুই দিনের কর্মবিরতি ৩০ ও ৩১ জানুয়ারি
চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব শুল্ক স্টেশনে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্টরা।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লাইসেন্সিং বিধিমালা সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে।
চট্টগ্রাম কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানান, কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনে, শুল্কায়নকালে পণ্যের এইচ.এস কোড ও সিপিসি নির্ধারণে 'বিতর্কিত' আদেশ বাতিলের দাবি জানিয়ে আসছে সিঅ্যান্ডএফ এজেন্টরা। ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে দেশের সকল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ এসব দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
২৮ জানুয়ারির মধ্যে এসব দাবি পূরণ করা না হলে, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি দেশের সকল কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনে একযোগে কর্মবিরতি পালন করা হবে। সেইসঙ্গে আন্দোলনের বিষয়ে ফেডারেশন আগামী ২৯ জানুয়ারি সংবাদ সম্মেলন করবে বলে জানান তিনি।
কাজী মাহমুদ ইমাম বিলু টিবিএসকে বলেন, "কাস্টমস লাইসেন্সিং বিধিমালা পরিবর্তনের জন্য আমরা একাধিকবার আন্দোলন করেছি। জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আমাদের প্রস্তাবনাও পাঠানো হয়েছে। আমরা কেনো এবং কোন দাবিতে আন্দোলন করছি, তা জানারও প্রয়োজন মনে করছেনা জাতীয় রাজস্ব বোর্ড।"
এদিকে, গত ২৪ জানুয়ারি কর্মবিরতি সম্পর্কে সকল সিঅ্যান্ডএফ এজেন্টদের অবহিত করে নোটিশ দিয়েছে চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। দেশের সকল কাস্টম হাউস ও কাস্টমস স্টেশনে কর্মরত সিঅ্যান্ডএফ এজেন্টদের স্বার্থ সুরক্ষায় কর্মবিরতি কর্মসূচিতে সদস্যদেরকে অংশগ্রহণের আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
সারাদেশে ছোট বড় ৪২ টি শুল্ক স্টেশনে ১০ হাজার সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েছে। এরমধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসে কাজ করছেন ৩ হাজার সিঅ্যান্ডএফ এজেন্ট। চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন ৭ হাজার বিল অব এন্ট্রি এবং বিল অব এক্সপোর্ট দাখিল হয়। এরমধ্যে আমদানির পণ্যের জন্য ২ হাজার বিল অব এন্ট্রি এবং রপ্তানির পণ্যের জন্য ৫ হাজার বিল অব এক্সপোর্ট দাখিল করা হয়।