এবার ইমরান খানের করোনা পরীক্ষা
মঙ্গলবার করোনাভাইরাসের টেস্ট করানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরান খানের। টেস্টের রেজাল্ট পাওয়া যাবে বুধবার।
এর আগে, ১৫ এপ্রিল ইমরানের সঙ্গে দেখা করে বাড়ি ফিরেই করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় দেশটির ইদি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল ইদির দেহে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি রুপি অনুদানের চেক হস্তান্তর করতে এসেছিলেন তিনি।
এরপর করোনাভাইরাস শনাক্ত হয় ইদির শরীরে। ফলে ইমরান খানকেও কোয়ারেন্টিনে যেতে হয়। ভাইরাসটিতে তিনি আক্রান্ত কি না, নিশ্চিত হওয়ার জন্য এবার মুখোমুখি হলেন পরীক্ষার। খবর ডনের।
ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতান আগেই সাংবাদিকদের জানিয়েছিলেন, নিয়ম অনুযায়ী করোনাভাইরাস সংক্রামিত কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ করলে সেই ব্যক্তিকে সেলফ আইসোলেশনে থাকতে হয়। তিনিও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন কি না, সেটি নিশ্চিত হতেই ইমরানের করোনাভাইরাস টেস্ট করানো হবে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বুধবার বেলা ১২টা পর্যন্ত পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৭৪৯ জন। এদের মধ্যে মারা গেছেন ২০৯ জন।