বিশ্বের শীর্ষ ২০ ধনীর তালিকা থেকেও ছিটকে গেলেন গৌতম আদানি
ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বে আদানি গ্রুপের দ্রুত উত্থান পুরো বিশ্বের নজর কেড়েছিল। কিন্তু মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টের পর আদানির গড়ে তোলা এ সাম্রাজ্যের যেন একই গতিতে পতন ঘটছে। এতদিন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ৩য় অবস্থানে থাকা আদানি এখন নেই শীর্ষ ২০ এর মধ্যেও। খবর ব্লুমবার্গের।
গতকাল (শুক্রবার) বিশ্বের শীর্ষ ২০ ধনী ব্যক্তির তালিকা থেকে ছিটকে গেছেন ভারতীয় এ শিল্পপতি। ৫৯ বিলিয়ন ডলার পরিমাণ সম্পত্তির মালিক আদানি ছিলেন ২১তম অবস্থানে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩১ জানুয়ারি আদানি নেমে এসেছিলেন ১১ নম্বরে।
আদানির বিলিয়ন-বিলিয়ন ডলারের এ ক্ষতি মুকেশ আম্বানিকে ফের ভারতের শীর্ষ ধনীর জায়গায় নিয়ে এসেছে।
ব্লুমবার্গের তথ্যমতে, ৮০.৭ বিলিয়ন ডলারের মালিক আম্বানি আবারো শীর্ষ ভারতীয় ধনী হিসেবে উঠে এসেছেন।
অন্যদিকে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেয়ারবাজারে নথিভুক্ত আদানি গ্রুপের সাতটি সংস্থার মূলধন মাত্র ৬ দিনে ১০০ বিলিয়ন ডলার কমে গিয়েছে।
এই ধাক্কার জেরে শেয়ার বাজার থেকে ফলো-অন পাবলিক (এফপিও) তুলে নিয়েছে আদানি এন্টারপ্রাইজ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এফপিওতে বিনিয়োগকারীদের পুরো টাকা ফিরিয়ে দেওয়া হবে।
চলতি বছরের ২৪ জানুয়ারি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদনে আদানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং কারচুপির অভিযোগ তোলে। যদিও হিন্ডেনবার্গের এ অভিযোগ নাকোচ করে দেয় আদানি গ্রুপ।
তারপরই শেয়ার বাজারে আদানি গ্রুপের ধস নামে।