জানুয়ারিতেও মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৫৭ শতাংশ হয়েছে
চলতি বছরের গত জানুয়ারি মাসেও দেশে মূল্যস্ফীতি কমেছে। গত মাসে মূল্যস্ফীতি হার ৮.৫৭ শতাংশ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) বিবিএস সর্বশেষ মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে।
এতে বলা হয়, গেল বছরের ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৮.৭১ শতাংশ, সে হিসাবে জানুয়ারিতে কমেছে দশমিক ১৪ শতাংশীয় পয়েন্ট।
গত বছরের আগস্টে ৯.২৫ শতাংশের মতো বড় পরিসরে মূল্যস্ফীতি হয় – যা ছিল এক দশকের মধ্যে সর্বোচ্চ। অক্টোবরে সেখান থেকে কিছুটা কমে হয় ৮.৯১ শতাংশ, এরপরের মাসগুলোতে তা কমতে থাকে।
তবে ডিসেম্বরের ৭.৭৬ শতাংশের চেয়ে জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.৯১ শতাংশ। জানুয়ারিতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ডিসেম্বরের ৯.৯৬ শতাংশের চেয়ে কমে ৯.৮৪ শতাংশ হয়েছে।