গঙ্গা বিলাস: বরিশালে ভিড়লো বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল ভিড়েছে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ এমভি গঙ্গা বিলাস। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে ৩,২০০ কিলোমিটার ভ্রমণ করবে এ ক্রুজ।
৩০ জন যাত্রী নিয়ে গত ১৩ জানুয়ারি ভারতের বারাণসী থেকে যাত্রা শুরু করে গঙ্গা বিলাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ যাত্রার উদ্বোধন করেন।
প্রথম যাত্রায় আসা ত্রিশজন সুইডিশ পর্যটককে ফুল দিয়ে স্বাগত জানান বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার (এসপি) ওহেদুল ইসলাম
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ক্রুজটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে ক্রুজটির ভ্রমণ পরিচালনাকারী জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, "দীর্ঘতম নদী ক্রুজটি বিশ্বের নদী ক্রুজ-প্রেমী পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি উভয় দেশের মানুষের সম্পর্ককে জোরদার করবে।"
নৌ বিহারের পরিচালক রাজ সিং আশা করেন, দীর্ঘতম নৌ পথটি পর্যটন ক্ষেত্রের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
চলতি মাসের শুরুতে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছে গঙ্গা বিলাস।
৩৬ জন যাত্রীর ধারণক্ষমতাসম্পন্ন ক্রুজটি ৫১ দিন ধরে যাত্রা করবে। এই ৫১ দিনে ভারত ও বাংলাদেশের প্রধান শহরগুলোর ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, পার্ক, নদীর ঘাটসহ প্রায় ৫০টি পর্যটন স্পট পরিদর্শন করবেন যাত্রীরা।
তৌফিক রহমান জানান, জাহাজটি ৪ থেকে ১৭ ফেব্রুয়ারি, এ ১৪ দিন বাংলাদেশে থাকবে।
"আমরা [প্রথম ট্রিপে] ৩২ এর মধ্যে ২৯ জন যাত্রীর তালিকা পেয়েছি। তারা সবাই সুইজারল্যান্ডের এবং বেশিরভাগ যাত্রীই বয়স্ক," বলেন তৌফিক। যাত্রীদের মধ্যে ১৫ জন বারাণসী থেকে যাত্রা শুরু করে এবং বাকিরা কলকাতা থেকে যাত্রা করে।
হিন্দুর রিপোর্ট অনুযায়ী, উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসামের ডিব্রুগড় পর্যন্ত পুরো ক্রুজের খরচ পড়বে জনপ্রতি ১৫,৩০০ ডলার। এক দিনের জন্য খরচ পড়বে ৩০০ ডলার।
ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড সম্পর্কিত ভারত-বাংলাদেশ প্রোটোকলের অধীনে ভারতে পুনঃপ্রবেশের আগে ক্রুজটি বাংলাদেশে প্রায় ১,১০০ কিলোমিটার পথ অতিক্রম করবে।
জার্নি প্লাস জানায়, ১৪ দিনের বাংলাদেশ সফরে যাত্রীরা সুন্দরবন, বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, বরিশালের পর্যটন স্পট, সোনারগাঁও, টাঙ্গাইলের আতিয়া মসজিদসহ অন্যান্য স্থান পরিদর্শন করবে।
তারা আরও জানিয়েছে, আগামী মে এবং অক্টোবরে গুয়াহাটি ও ঢাকার মধ্যে আরও দুটি ক্রুজ হবে।