এবার ২০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই করবে ইয়াহু
বিখ্যাত সব প্রযুক্তি জায়ান্ট কোম্পানির কর্মী ছাঁটাইয়ের প্রবণতা যেন কমছেই না। এবার কর্মী ছাঁটাইয়ে নেমেছে আরেক তথ্যপ্রযুক্তি কোম্পানি ইয়াহু ইনকর্পোরেশন। প্রতিষ্ঠানটি ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে। নিজেদের বিজ্ঞাপন প্রযুক্তি বিভাগ পুনর্গঠন করতে গতকাল (বৃহস্পতিবার) কোম্পানিটি এ পরিকল্পনার কথা জানায়। খবর সিবিএস নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহু ইনকর্পোরেশন বিজ্ঞাপন শাখার ৫০ শতাংশের বেশি কর্মী চাকরিচ্যুত হতে যাচ্ছেন। সংখ্যায় তা এক হাজার ৬০০ জনেরও বেশি। এ ছাটাই প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৫০ শতাংশ কর্মীকে প্রভাবিত করবে। এর মধ্যে এ সপ্তাহে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই হতে পারে।
রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতি ও মন্দা সম্পর্কে অবিরত অনিশ্চয়তার প্রতিক্রিয়া হিসাবে অনেক বিজ্ঞাপনদাতা তাদের বিপণন বাজেট কমিয়ে দিয়েছে। ফলে এমন কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। তবে কর্মী ছাটাইয়ের এ পদক্ষেপ ইয়াহুর বিজ্ঞাপন ব্যবসা ও বিনিয়োগকে অনেকটা সংকুচিত করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
২০০৫ সালের দিকে ইয়াহু ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর মাঝে অন্যতম। আজকে যেমন জিমেইল ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায়, সেসময় ঠিক তেমনি প্রায় অধিকাংশ মানুষই ইয়াহু মেইল ব্যবহার করতো। কিন্তু ধীরে ধীরে ইয়াহু প্রযুক্তি জগতে নিজের অবস্থান অনেকটা হারিয়ে ফেলে। সর্বশেষ ২০২১ সালে ৫ বিলিয়ন ডলারে ইয়াহু কিনে নেয় প্রাইভেট ইক্যুইটি ফার্ম অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট (এপিও ডট এন)।
সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে গোল্ডম্যান স্যাকস, অ্যালফাবেট, মেটা, জুম, মাইক্রোসফট, গুগল ও ডিজনীসহ বহু কোম্পানি। এমনকি গত সপ্তাহে বিশ্বের জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
এরও আগে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এক সঙ্গে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্তের কথা জানায়। বিশ্লেষকেরা বলছেন, ব্যবসা কমে যাওয়ায় এবং আসন্ন অর্থনৈতিক সংকট মোকাবিলায় আগাম সতর্ক হিসেবে এমনটি করছে প্রতিষ্ঠানগুলো।