মেসি ছেড়ে গেলেও পিএসজিতে থাকতে চান নেইমার
মেসি-নেইমারের বন্ধুত্বের কথা তো আর কারোর অজানা নয়, ফুটবলীয় সম্পর্কে দুই মেরুর দুই দেশ থেকে এসেও যেন আত্মার বন্ধন এ দুজনের মাঝে। বার্সেলোনা আর পিএসজি মিলিয়ে প্রায় ছয় বছর একসাথে খেলছেন দুই লাতিন মহাতারকা।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, লিওনেল মেসি আর চুক্তি বাড়াবেন না পিএসজির সঙ্গে। এদিকে নেইমারকেও বিক্রি করে দিতে চায় প্যারিসের ক্লাবটি, কিন্তু নেইমারের নিজের পিএসজি ছাড়ার কোনো ইচ্ছা নাকি নেই।
এমনকি লিওনেল মেসি যদি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নাও করেন, নেইমার তবুও থেকে যেতে চান প্যারিসেই। ২০১৭ সালে নেইমারকে বিশ্বরেকর্ড গড়া চুক্তিতে যে উদ্দেশ্য নিয়ে দলে এনেছিল কাতারি মালিকানাধীন ক্লাবটি, সেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন এখনো যে পূরণ হয়নি।
ব্রাজিলিয়ান পোস্টার বয়ের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। যদি এটির শেষ পর্যন্ত নেইমার প্যারিসে থাকেন তখন তার বয়স দাঁড়াবে ৩৫ এ। পাশাপাশি পিএসজিতে দশ বছর কাটানোও হয়ে যাবে নেইমারের।
তবে সম্প্রতি বেশ কিছু বিতর্ক এবং চোটজনিত সমস্যার জন্য পিএসজি নেইমারকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে বলে গুঞ্জন রটেছে, এখন নেইমারের একার চাওয়াতে সবকিছু হবে কিনা তা দেখার জন্য সময়ের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।