বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি বাড়লো ২০%
২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ফি ২০ শতাংশ বাড়িয়ে ১৯ লাখ ৪৪ হাজার টাকা করেছে কর্তৃপক্ষ।
এর আগে ভর্তির ফি ছিল ১৬ লাখ ২০ হাজার টাকা; ২০১৮ সালে নির্ধারিত হয় এটি।
একইসাথে, এমবিবিএস এবং বিডিএস শিক্ষার্থীদের জন্য মাসিক টিউশন ফি ৩৩.৩৩ শতাংশ বাড়িয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করেছে মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
তবে ইন্টার্নশিপ ফি (১ লাখ ৮০ হাজার টাকা) অপরিবর্তিত রাখা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি এ বিষয়ে জারি করা একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ফি বাড়ানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশে বর্তমানে ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।