আন্তর্জাতিক তদন্তের আহ্বান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত: চীন
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/01/30/coronavirus_3.jpeg)
করোনাভাইরাসের সূত্রপাত নিয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান চীন প্রত্যাখান করেছে। চীন বলছে এই তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কোভিড-১৯ এর উৎস এবং প্রথমদিকে কীভাবে তা ছড়িয়েছে সে সম্পর্কে তথ্য পাওয়া গেলে তা এই রোগ মোকাবেলায় সহায়তা করবে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি। ধারণা করা হয়, উহান শহরে একটা বন্যপ্রাণী বিক্রির বাজার থেকে ভাইরাসটির জন্ম।
ইতোমধ্যে ইউরোপীয়ান ইউনিয়নের একটি প্রতিবেদনে চীনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে- চীন এই সঙ্কট সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিল।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া এবং কিছুটা কম করে হলেও চীন, ইউরোপীয় ইউনিয়ন ও তার প্রতিবেশি দেশগুলোকে লক্ষ্য করে কন্সপিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব ছড়ায়।
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই প্রাদুর্ভাব মোকাবেলায় চীনের ভূমিকা নিয়ে বারবার চীনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আমেরিকায় মিসৌরি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এই ভাইরাসের বিস্তার বন্ধে চীন যথেষ্ট ব্যবস্থা নেয়নি এমন অভিযোগে চীনা সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করছে।
এই পুরো বিষয়টাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছে চীন। ব্রিটেনে চীনের একজন শীর্ষ কূটনীতিক চেন ওয়েন বিবিসিকে বলেন, এই দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটা করা হলে এই মহামারি মোকাবেলায় চীন যেভাবে কাজ করছে তা ব্যাহত হবে।
এদিকে চীনের সঙ্গে বিবাদে জড়াতে চায় না ইইউ।
বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা গর্ডন করেরা বলছেন ইউরোপীয় দেশগুলোর সরকাররা এই স্পর্শকাতর সময়ে চীনের সঙ্গে একটা কূটনৈতিক বিবাদে জড়াতে এখনও পর্যন্ত অনাগ্রহ দেখিয়েছে।
তিনি বলছেন ইউরোপের অনেক দেশ এই সঙ্কট সামাল দেবার জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের জন্য চীনের ওপর নির্ভর করছে। তারা চায় চীনের সঙ্গে তথ্য আদানপ্রদানের পথগুলো খোলা রাখতে, যার মাধ্যমে তারা বুঝতে চায় এবারের ভাইরাস প্রাদুর্ভাব কীভাবে ঘটল এবং ভবিষ্যতে কীভাবে এধরনের ঘটনা ঠেকানো যাবে।