অপচনশীল প্লাস্টিক সংগ্রহে ‘রিকশা বিন’ আনলো বিদ্যানন্দ
ঢাকা শহরকে প্লাস্টিক দূষণ থেকে বাঁচাতে এবার 'রিকশা বিন' নামক এক উদ্ভাবনী উপায় নিয়ে এসেছে অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিদ্যানন্দের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্ট থেকে জানা যায়, অপচনশীল প্লাস্টিক, কাগজ ও পলিথিন বর্জ্য সংগ্রহে নান্দনিক ডিজাইনের এ রিসাইকেল বিন এনেছে তারা।
বিদ্যানন্দ জানিয়েছে, রিকশার পেছনে যুক্ত থাকবে প্লাস্টিকের ময়লা সংগ্রহের এ ব্যাগ।
এ উদ্যোগের ফলে একদিকে যেমন শহরে প্লাস্টিক দূষণ কমবে, অন্যদিকে এ ব্যাগগুলো থেকে আর্থিকভাবে উপকৃত হবেন রিকশাওয়ালারা। সংগৃহীত এ প্লাস্টিকগুলো বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন তারা।
বিদ্যানন্দ তাদের পোস্টে জানায়, ঢাকা শহরে পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রধান সড়কগুলোর নির্দিষ্ট দূরত্বে স্থাপনকৃত অন্তত ছয় হাজার ময়লার বিন থাকলেও, সেগুলো বেশিদিন টেকে না।
এ সমস্যা দূর করতে এবার সাধারণ যান রিকশাকেই রিসাইকেল বিন হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে তারা।
প্লাস্টিক দূষণ রোধে গত বছর সেন্টমার্টিন দ্বীপে আরেকটি অনন্য উদ্যোগ নেয় বিদ্যানন্দ।
'প্লাস্টিকের জন্য খাদ্য' প্রকল্পের অধীনে, সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা একটি পাল্লার এক প্রান্তে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য রেখে সেগুলোর ওজনের সাথে মিলিয়ে দৈনন্দিন প্রয়োজনীয় চাল, ডাল ও তেল কিনে নিতে পারে।