'তুমিই সেরা'- মেসিকে এমবাপ্পে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/02/28/the_best_fifa_football_awards_2022_ceremony.jpg)
বিশ্বকাপ ফাইনালে দুজনের তুমুল লড়াই হয়েছে। যেখানে জোড়া গোল করেছেন লিওনেল মেসি, হ্যাটট্রিক করেও দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ফিফার বর্ষসেরা হওয়ার লড়াইয়েও এই দুজনই ছিলেন সবার আগে। আর ছিলেন করিম বেনজেমা।
দুই ফরাসি তারকাকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। জেতার পর মেসিকে অভিনন্দন জানিয়েছেন এমবাপ্পে।
ক্রিশ্চিয়ানো রোনালদোকে আইডল মানেন কিলিয়ান এমবাপ্পে, সুযোগ পেলেই জানিয়েও দেন সেই কথা। কিন্তু ফিফার বর্ষসেরা পুরস্কার জেতার পর মেসিকে শুভেচ্ছা জানাতে গিয়ে এমবাপ্পে তাকে সেরার আখ্যা দিয়েছেন।
মেসির পেছনে দ্বিতীয় হয়েছেন এমবাপ্পে, বিজয়ীকে অভিনন্দন জানাতে গিয়ে এমবাপ্পে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, 'তুমিই এটার প্রাপ্য, তুমিই সেরা।'
নিজের ক্লাব সতীর্থের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে নিশ্চয়ই আরো উদবুদ্ধ্ব হবেন মেসি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফিফা দ্য বেস্টের পুরস্কার জেতা মেসি নিজের অষ্টম ব্যালন ডি অর জয়ের পথেও এগিয়ে আছেন অনেকটাই।