ভোক্তাদের জন্য আরেক ধাক্কা, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো ৫ শতাংশ
খুচরা বা ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। এতে করে ভোক্তা পর্যায়ে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম পড়বে ৮ টাকা ২৫ পয়সা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
নতুন দাম মার্চ থেকে কার্যকর করা হবে।
এর আগে গত ৩০ জানুয়ারি, ২০ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো খুচরা পর্যায়ে দাম ৫ শতাংশ বাড়ায় সরকার।
মাত্র তিন সপ্তাহ আগেও গত ১২ জানুয়ারি আরো ৫ শতাংশ দাম বাড়ানো হয়। বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এ বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। তাই পুরো মার্চ মাস জুড়ে নতুন দাম কার্যকর থাকবে।
এর আগে এক মাসেরও কম সময়ে দুইবার বিদ্যুতের দাম বাড়ানোর ফলে ভোক্তা পর্যায়ে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম ৭ টাকা ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৮৫ পয়সা করা হয় বলে মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ থেকে বাংলাদেশের ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন লাভের সময়েই দাম বৃদ্ধি করা হয়। দুটি সংবাদই একই সময়ে জেনেছেন সাধারণ মানুষ।
ধারণা করা হচ্ছে, ঋণের জন্য আইএমএফের দেওয়া সংস্কারের শর্ত অনুসারেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।