ইংলিশদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ঘরের মাঠে ফিরলো আন্তর্জাতিক ক্রিকেট, শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ডের মাঠের লড়াই। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশের সর্বশেষ ম্যাচ থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, ইয়াসির আলী রাব্বি ও এবাদত হোসেন। ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য স্কোয়াডেই নেই বিজয় ও ইয়াসির। এই তিনজনের জায়গায় খেলছেন অধিনায়ক তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। এই সিরিজে দিয়ে দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম।
ইংল্যান্ড দলে অভিষেক হচ্ছে ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান উইল জ্যাকসের। দেশটির ২৬৮তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে মাঠে নামছেন তিনি। বাংলাদেশের উইকেট স্পিন নির্ভর হবে, এই ভাবনা থেকে দুজন স্পিনারকে দলে নিয়েছে সফরকারীরা। স্পিন বিভাগ সামলাবেন মঈন আলী ও আদিল রশিদ। সঙ্গে আছেন তিন পেসার ক্রিস ওকস, জফরা আর্চার ও মার্ক উড।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক ও, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার ও মার্ক উড।