হাফ সেঞ্চুরি করে থামলেন শান্ত, বিদায় নিলেন মাহমুদউল্লাহও
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আসা যাওয়ার মিছিলের মাঝে তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম। এক পাশ আগলে নাজমুল হোসেন শান্তই রানচাকা ঘুরিয়ে গেছেন। তাকেও থামতে হলো। ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের বলে ঘুরিয়ে মারতে গিয়ে জেসন রয়ের হাতে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ফেরার আগে ৮২ বলে ৬টি চারে ৫৮ রান করেন শান্ত। ওয়ানডেতে এটা তার প্রথম হাফ সেঞ্চুরি, যা মিললো ১৬তম ম্যাচে। শান্তর কিছুক্ষণ পর বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদও, ৪৮ বলে ৩টি চারে ৩১ রান করেন তিনি। এর আগে এই দুই ব্যাটসম্যান পঞ্চম উইকেটে ৮০ বলে ৫৩ রানের জুটি গড়েন। ৩৮ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬৯ রান। আফিফ ৭ ও মিরাজ ১ রানে ব্যাটিং করছেন।
মুশফিক-সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ
লিটন কুমার দাসের পর তামিম ইকবালের বিদায়, চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ আরও বাড়লো মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের বিদায়ে। রান তোলার গতি ঠিক থাকলেও ১০০ পেরোতেই ৪ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। আর ৪ উইকেট হারানোর পর রান তোলার গতিতেও পড়েছে প্রভাব।
২৮ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২৬ রান। চাপ কাটিয়ে দলকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন এক পাশ আগলে রাখা নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। শান্ত ৪৬ ও মাহমুদউল্লাহ ১৩ রানে ব্যাটিং করছেন। ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদের বলে আউট হওয়ার আগে ৩৪ বলে ১৭ রান করেন মুশফিক। সাকিব ১২ বলে ৮ রান করে মঈন আলীর বলে বোল্ড হন।
বুক সমান বল ফেরাতে গিয়ে ভাঙলো তামিমের স্টাম্প
ইংল্যান্ডের পেস আক্রমণ ভোগালেও তা সামলে ভালোই ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। কিন্তু বাংলাদেশ অধিনায়কের লড়াই দীর্ঘ হলো না। মার্ক উডের বুক সমান বল অপ্রয়োজনীয়ভাবে ফেরাতে গিয়ে নিজের স্টাম্প ভাঙলেন তামিম।
অবশ্য উডের গতির কাছে হার মানতে হয় তাকে। ৩২ বলে ৪টি চারে ২৩ রান করে আউট হন অভিজ্ঞ এই ওপেনার। ১৩ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৩ রান। নাজমুল হোসেন শান্ত ১৮ ও মুশফিকুর রহিম ৫ রানে ব্যাটিং করছেন।
ছক্কা মেরে পরের বলে আউট লিটন
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেমে শুরুটা ভালোই হয় ঘরের মাঠের দলটির। সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল সাবলীল শুরু করেন।
বেশিরভাগ সময়ে তিনি স্ট্রাইকে থেকে রান তোলেন। আরেক ওপেনার লিটন কুমার দাস শুরুতে ধীর-স্থির থাকলেও ক্রিস ওকসকে ছক্কা মেরে চাপ কাটিয়ে তোলার চেষ্টা করেন। কিন্তু চাপ কাটেনি, উল্টো পরের বলেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে।
পঞ্চম ওভারের পঞ্চম বলে ওকসের এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়ে লিটনকে আউট ঘোষণা করেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ১৫ বলে ৭ রান করা বাংলাদেশের এই ওপেনার। তামিমের সঙ্গে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৮ রান। তামিম ২২ ও শান্ত শূন্য রানে অপরাজিত আছেন।