ডিজিটাল নিরাপত্তা আইনে ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে অভিযোগ গঠন
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি আদালত।
মামলায় অভিযুক্ত মোহাম্মদ রাসেলের উপস্থিতিতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আজ বৃহস্পতিবার (২ মার্চ) এ নির্দেশ দেন।
শামীমা নাসরিন বর্তমানে জামিন রয়েছেন। তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। শুনানিতে তিনি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে অভিযোগপত্র পাঠ করা হয়নি ট্রাইব্যুনালে। তবে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলায় সাক্ষ্যগ্রহণে শুরুর দিন আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির একজন গ্রাহক আলমগীর হোসেন ই-কমার্স প্লাটফর্মটির এ দুই শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন রাজধানীর বাড্ডা থানায়। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৮ লাখ টাকা দেওয়ার পরেও ইভ্যালি তাকে পণ্য সরবরাহ করেনি।
তদন্ত শেষে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন সিআইডি পুলিশের উপ-পরিদর্শক প্রদীপ কুমার দাস।