আর্জেন্টিনা দলে ডাক পেলেন গার্নাচো, ফিরছেন লো চেলসো
বিশ্বকাপ জয়ের পর পেরিয়ে গিয়েছে প্রায় আড়াই মাস। এরপর আর কোনো ম্যাচ খেলেনি আর্জেন্টিনা জাতীয় দল। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এখনো তাই মাঠে নামার অপেক্ষায় আলবিসেলেস্তেরা। সেই অপেক্ষা ঘুচতে যাচ্ছে এই মাসের শেষদিকে।
প্রীতি ম্যাচের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তোলপাড় ফেলে দেওয়া আলেহান্দ্রো গার্নাচো।
১৮ বছর বয়সী গার্নাচো এই নিয়ে দ্বিতীয়বারের মতো ডাক পেলেন স্কালোনির দলে। এর আগে ডাক পেলেও আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তার। যা হয়ে যেতে পারে এবার। কাতার বিশ্বকাপ দলে গার্নাচোকে না ডাকার পর গুঞ্জন উঠেছিল, আর্জেন্টিনা ছেড়ে স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে পারেন এই তরুণ উঠতি তারকা।
দলে ফিরেছেন জিওভান্নি লো চেলসো। চোটের কারণে কাতার বিশ্বকাপের দলে না থাকা এই মাঝমাঠের পরিশ্রমী অস্ত্রকে ফিরে পাচ্ছেন স্কালোনি। এছাড়া দলে ডাক পেয়েছেন ম্যাক্সিমে পেরোন। ২০ বছর বয়সী মাঝমাঠের এই খেলোয়াড়কে আর্জেন্টিনার পরবর্তী তারকা হিসেবে গণ্য করা হচ্ছে।
কাতার বিশ্বকাপের দলে থাকা ২৬ জনই আছে প্রীতি ম্যাচের স্কোয়াডে। লিওনেল মেসি জানিয়েছেন, আরো কিছুদিন জাতীয় দলের হয়ে খেলে যেতে চান তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলার স্বাদ পাওয়ার জন্যই তার এই সিদ্ধান্ত। তাই মেসিও ফিরছেন জার্সিতে তিন তারকা খোদাই করে।
পানামার বিপক্ষে ২৩ মার্চ বুয়েন্স এইরেসে মাঠে নামবেন মেসি-দি মারিয়ারা। আর্জেন্টিনাবাসী প্রায় তিন মাসের অপেক্ষার শেষ হবে সেদিন, বিশ্বচ্যাম্পিয়ন দলকে মাঠে বরণ করে নেওয়া আর সোনালি ট্রফি চোখের সামনে দেখার দিন ফুরোচ্ছে শীঘ্রই।