'বার্সেলোনা না ছাড়লে ব্যালন জিততো নেইমার'
'এমএসএন' শুনলেই ফুটবলের ন্যুনতম খোঁজ রাখা ব্যক্তিও বুঝে যাবেন কাদের কথা বলা হচ্ছে। মেসি, সুয়ারেজ এবং নেইমার ত্রয়ী মিলে বার্সেলোনাকে কম শিরোপা তো এনে দেননি। প্রতিপক্ষের জন্য তারা ছিলেন মূর্তিমান আতংক।
২০১৭ সালের দলবদলে নেইমারের বার্সেলোনা ছাড়ার মধ্য দিয়ে এই ত্রয়ীর জোট ভাঙে। বিশ্বরেকর্ড তছনছ করে দেওয়া ট্রান্সফার ফিতে পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান তারকা।
ফ্রেঞ্চ ক্লাবটিতে আসার পর থেকে একটা মৌসুমও পুরোপুরি শেষ করতে পারেননি নেইমার। চোট আর নানা বিতর্ক মিলিয়ে গেল ৬ বছরে প্যারিসের ক্লাবটির হয়ে ২০০ ম্যাচও খেলা হয়নি ব্রাজিলিয়ান এই পোস্টার বয়ের।
এমএসএন ত্রয়ীর কেউই এখন আর বার্সেলোনায় খেলেন না। সুয়ারেজ খেলেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওর হয়ে, লিওনেল মেসি পিএসজিতে নেইমারের সঙ্গী। একটা সময় মেসি-রোনালদোর পর ফুটবলে রাজত্ব করবেন বলে নেইমারকে নিয়ে স্বপ্নের শেষ ছিলো না তার ভক্তদের। সে আশা পূর্ণ হওয়া তো দূরে থাক, নিজের সম্ভাবনার কিছুই পূরণ করতে পারেননি ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।
লুইস সুয়ারেজের মতে, বার্সেলোনা ছাড়াটাই নেইমারের সবচেয়ে বড় ভুল ছিলো। এমনকি তিনি নেইমারকে নিষেধও করেছেন কাতালুনিয়া ছাড়তে, 'আমি নেইমারকে বলেছিলাম, আমার এবং মেসির সঙ্গে আরো কিছুদিন থাকতে। তাহলে সে সবকিছু জিততে পারতো।'
দলগত অর্জনে নেইমারের কমতি ছিলো না, বার্সার হয়ে ট্রেবল-ডাবল জিতেছেন। কিন্তু ব্যক্তিগত অর্জনের ঝুলি একেবারেই শূন্য। সুয়ারেজের দাবি, তার পরামর্শ শুনলে নেইমারের ট্রফিকেসে এখন শোভা পেত ব্যালন ডি'অর, 'আমি যা বলি তার দায়ভার আমার। নেইমার বার্সেলোনায় থাকলে ব্যালন ডি'অর জিততো।'