হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের ১০৪ কোটি টাকা আত্মসাতের ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/02/23/high_court_2.jpg)
হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তাদের বিরুদ্ধে ১০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ১৪ গ্রাহকের হয়ে রিটটি দায়ের করেন রহিমা আক্তার নামের একজন গ্রাহক। এতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্টদের প্রতি অভিযোগটি তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে আদালতের কাছে।
রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল আলম দিদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চলতি সপ্তাহে বিচারক মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারক খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।
রিটে অর্থ সচিব, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, হোমল্যান্ড ইন্সুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানটির ১৪ পরিচালককে বিবাদী করা হয়েছে।
রিটে ১০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি আর্জি জানানো হয়েছে। পাশাপাশি গ্রাহকদের পাওনা টাকা ফেরতে দিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে 'পরিচালকদের প্রতারণার খপ্পরে হোমল্যান্ড লাইফ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাৎ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এসব প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।