সাকিবকে দলের জন্য আশীর্বাদ মনে করেন তামিম
২০১৯ বিশ্বকাপের আগে তাকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। সব কিছুর জবাব সাকিব আল হাসান দিয়েছেন পারফরম্যান্স দিয়ে। ব্যাট হাতে ৬০৬ রান আর বল হাতে ১১ উইকেট, বিশ্বকাপের ইতিহাসেরই অন্যতম সেরা অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাকিব।
সেই পারফরম্যান্সের এমনই মাহাত্ম্য, প্রতিপক্ষ অধিনায়ক জস বাটলার সাকিবের প্রশংসা করতে গিয়ে টেনে আনলেন সেই প্রসঙ্গ। সাথে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের বাহবাও কুড়ালেন বাঁহাতি অলরাউন্ডার।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সাকিবের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলে দলের পুঁজিকে নিয়ে গিয়েছেন সম্মানজনক ২৪৬ রানে। এরপর বল হাতে নাভিশ্বাস তুলেছেন ইংলিশ ব্যাটসম্যানদের। ৩৫ রান দিয়ে ৪ উইকেট তুলে ছুঁয়েছেন প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক।
আরেকটি অসাধারণ অর্জনও সঙ্গী হয়েছে সাকিবের। ওয়ানডে ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে পূরণ করেছেন ৩০০ উইকেট ও ৬ হাজার রানের ডাবল।
সিরিজ শুরুর আগে আলোচনায় ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্কের টানাপোড়েন। সংবাদ সম্মেলনে যা নিয়ে দীর্ঘ সময় ধরে ব্যাখ্যা দিতে হয়েছিল তামিমকে। সিরিজ শেষের সংবাদ সম্মেলনেও বাংলাদেশ অধিনায়কের কথার অনেকটা জুড়ে থাকলেন সাকিব। তবে এবার সেখানে থাকল শুধুই প্রশংসা, 'সাকিব অসাধারণ ছিল। সে যেভাবে ব্যাটিং করেছে, বিশেষ করে শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে, তখনকার ওই ২০-২৫ রান খুব গুরুত্বপূর্ণ ছিল।'
সাকিবের বোলিং দলের অন্য স্পিনারদেরও সাহায্য করেছে বলে মনে করেন তামিম, 'উইকেটে ততটা স্পিন ধরেনি। কিন্তু সে যেভাবে বোলিং করেছে, সত্যিই দুর্দান্ত ছিল। যা তাইজুলকেও আত্মবিশ্বাস দিয়েছে। তাইজুলের শুরুটা ভালো ছিল না। সাকিব যেভাবে বোলিং করেছে তা দেখেছে, সাকিবের সঙ্গে কথাও বলেছে। এটি তাই অসাধারণ পারফরম্যান্স ছিল।'
বড় ম্যাচ বা দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে নিয়মিতই জ্বলে উঠতে দেখা যায় সাকিবকে। কীভাবে সেটি সম্ভব হয় সেই প্রশ্নটি আবারও উঠল সংবাদ সম্মেলনে, অন্যদের থেকে ঠিক কোন জায়গায় আলাদা সাকিব! উত্তর দিলেন তামিম, 'সাকিব মানসিকভাবে খুব শক্ত। বেশিরভাগ সময় দেখবেন যখন সে চাপে থাকে, এরকম পারফরম্যান্স করে। অতীতেও সে এমন করেছে। সে মানসিকভাবে যেমন শক্ত, তেমনি স্কিলসেটও দারুণ। খুব বেশি ক্রিকেটার এমন নেই, যে কিনা দশ ওভার বোলিং করে এবং তার মতো ব্যাটিং করে। আমি মনে করি, সে দুটিই দারুণভাবে কাজে লাগায়।'
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই ম্যাচ হেরে গিয়েও তার প্রশংসায় মাতলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার, 'সাকিব দুর্দান্ত একজন ক্রিকেটার। পরিসংখ্যান তার হয়েই কথা বলে। তার বিপক্ষে খেলা সবসময়ই বড় চ্যালেঞ্জ। ২০১৯ বিশ্বকাপেও তার পারফরম্যান্স অসাধারণ ছিল।'