গুলিস্তানে বিস্ফোরণ: আরও একজনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ২১
রাজধানীর গুলিস্তান এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুলিস্তানের নর্থ সাউথ রোডের ক্যাফে কুইন মার্কেটের বেজমেন্ট থেকে আরও একজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর ফলে বিস্ফোরণের ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, বৃহস্পতিবার বেলা ১২টা ১৫ মিনিটের দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দেওয়া বর্ণনা অনুযায়ী, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান স্বপন।
মরদেহ উদ্ধারের বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, গত ৭ মার্চ বিস্ফোরণের পর থেকে আমাদের উদ্ধার অভিযান চলমান ছিলো। আজ বুধবার সোয়া ১২টার দিকে নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ স্বপনের মরদেহ কেউ শনাক্ত করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নিখোঁজ স্বপনের স্বজনরা উদ্ধার অভিযানে আমাদের সঙ্গে ছিলেন। তারা আমাদের বলেছেন, স্বপনের ওজন ছিলো ১২০ কেজি। আমরা যেটি পেয়েছি সেই মরদেহ অনেক ভারি ছিলো।
বিস্ফোরণ স্থলের সর্বশেষ কি অবস্থা সম্পর্কে তিনি বলেন, ভবনের বেজমেন্টে ৪ থেকে ৫ ফুট ধ্বংসাবশেষ রয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের ২০ জন সদস্য জীবনের ঝুঁকি নিয়ে সেগুলো সরিয়ে সরিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী ভবনে আর কোনো মরদেহ নেই।
উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা বলে জানানো হবে।"
তদন্ত কমিটির কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, "ফায়ার সার্ভিস ও রাজউকের পক্ষ থেকে আলাদা কমিটি করা হয়েছে। ফায়ার সার্ভিসের চার সদস্যের কমিটি ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে।"