আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়ালো
গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান নগরে প্রথম হানা দেওয়া করোনাভাইরাসে আজ মঙ্গলবার নাগাদ বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। এই সংখ্যা এখন ৩০ লাখ ৪১ হাজার ৫১৭ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্র এই তথ্য জানিয়েছে।
মৃতের সংখ্যা দুই লাখ ১১ হাজার ১৫৯ জন। এবং মোট ৮ লাখ ৯৪ হাজার ৬২ জন সুস্থতা লাভ করেছে বলে জানায় সূত্রটি।
করোনার অন্যান্য আলোচিত সংবাদ:
লকডাউনে শিথিলতা:
করোনায় ক্ষতিগ্রস্ত ইরান ও স্পেনসহ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড নিজ নিজ ভূখণ্ডে সংক্রমণের হার কমার প্রেক্ষিতে লকডাউন শিথিল করার উদ্যোগ নিচ্ছে। ইউরোপে সবচেয়ে বিপর্যয়ের শিকার ইতালিও আগামী ৪ মে থেকে বিগত দুই মাস ধরে দেশব্যাপী চলমান লকডাউন শিথিল করার কথা জানিয়েছে।
মানবাধিকার লঙ্ঘন:
জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান হুঁশিয়ার করে বলেছেন, কিছু কিছু দেশের সরকার বিশ্ব মহামারির সুযোগ নিয়ে নিজ নাগরিকদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। এর মাধ্যমে তারা লঙ্ঘন করছে আইনের সুশাসন পাওয়ার নাগরিক অধিকার। এমন তৎপরতায় 'মানবিক বিপর্যয়' দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে জানান তিনি।