ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা, সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পাকিস্তানের লাহোরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দু'পক্ষেরই অনেকে আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) ইমরানকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করলে এ সংঘর্ষ শুরু হয়। খবর রয়টার্স-এর।
এ সময় পুলিশ ইমরানের সমর্থকদের ওপর ব্যাটন চার্জ করে ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। টিয়ার গ্যাসের কিছু ক্যানিস্টার ইমরান খানের বাড়ির আঙিনায় গিয়েও পড়ে।
দেশটির জিওটিভির প্রচারিত খবরে ইমরানের বাড়ির ওপর একটি হেলিকপ্টার অবস্থান করতে দেখা গেছে। এছাড়া ওই এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
টেলিভিশনে প্রচারিত এক সামবেশ অনুষ্ঠানে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, 'আমরা আজকে ইমরান খানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করব।'
২০১৮ থেকে ২০২২ সালে ক্ষমতায় থাকার সময় অনৈতিকভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির কারণে ইসলামাবাদের একটি নিম্ন বিচার আদালত ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ইমরানের সহকারী শাহ মাহমুদ কোরেশি সাংবাদিকদের বলেছেন, সাবেক এ প্রধানমন্ত্রী একটি আদালত থেকে 'সুরক্ষামুলক জামিন' নিশ্চিত করেছেন।
'আমাদের মতে, পুলিশ ইমরান খানকে গ্রেপ্তার করতে পারেন না,' কোরেশি বলেন।
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থকেরা সংঘর্ষ শুরু করে বলে সরকারের মুখপাত্র আমির মীর রয়টার্স'র কাছে দাবি করেছেন।
টুইটারে প্রকাশিত এক ভিডিওবার্তায় ইমরান খান সমর্থকদের উদ্দেশে বলেন, 'যদি আমারা কিছু হয়, বা তারা আমাকে জেলে নিয়ে যায়, অথবা মেরে ফেলে, আপনাদেরকে প্রমাণ করতে হবে যে এ জাতি দরকার হলে ইমরান খানকে ছাড়াই সংগ্রাম চালিয়ে যাবে।'
দেশটির পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ শাহজাদা নাদিম সাংবাদিকদের বলেন, 'আমরা এখানে এসেছি স্রেফ আদালতের আদেশ পালন করতে।'
ইমরান খানের সমর্থকেরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করলে পুলিশ জল কামান ব্যবহার করে এবং কিছু ক্ষেত্রে ব্যাটন চার্জ করে, বলেন শাহজাদা নাদিম।
এদিকে ইমরানের সম্ভাব্য গ্রেপ্তারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের অন্যান্য শহরগুলোতে তার অল্প কিছু সমর্থক সড়ক অবরোধ করেছেন।