ইমরানকে গ্রেপ্তার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ পাকিস্তানের আদালতের
পাকিস্তানের লাহোর শহরের একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ করার নির্দেশ দিয়েছেন। খবর আল জাজিরা-র।
ইসলামাবাদের একটি আদালত মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরানকে ১৯ মার্চের মধ্যে আদালতে হাজির করতে আদেশ দেন। এরপর নিরাপত্তা বাহিনী ইমরানকে আটক করার প্রচেষ্টা নেয়।
রাষ্ট্রীয় উপহার বিক্রি সংক্রান্ত একটি মামলার শুনানিতে পিটিআই-প্রধান বেশ কয়েকটি শুনানিতে গরহাজির ছিলেন।
কিন্তু লাহোরে ইমরানের বাড়িতে গেলে তার সমর্থকরা নিরাপত্তা বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েক ডজন সমর্থক আহত হন।
জানা গেছে, নিরাপত্তা বাহিনী জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে। অন্যদিকে ইমরানের সমর্থকরা পাথর ছোড়েন।
বুধবার বিকাল পর্যন্ত এরকম টানটান উত্তেজনা বিরাজ করছিল। তবে বিকালে লাহোর হাইকোর্ট বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখতে আদেশ দিয়েছেন। পিটিআইয়ের করা এক পিটিশনের পর এ আদেশ এল।