উড়োজাহাজের ইঞ্জিন, যন্ত্রাংশ, জ্বালানীর ওপর কর মওকুফ চায় এভিয়েশন অপারেটররা
উড়োজাহাজ, উড়োজাহাজের ইঞ্জিন, যন্ত্রাংশ এবং জ্বালানীর ওপর আরোপিত আমদানি কর, ভ্যাট, আগাম কর এবং অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (এওএবি)।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে এক বাজেট পূর্ববর্তী বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে উড়োজাহাজ (হেলিকপ্টারসহ) আমদানির উপর ৫% আগাম কর প্রত্যাহার, যন্ত্রাংশ আমদানির উপর ৫% আগাম কর এবং ৫% অগ্রিম আয়কর প্রত্যাহারের জন্য লিখিত প্রস্তাব তুলে ধরা হয়।
"উড়োজাহার ক্রয় অত্যন্ত ব্যয়বহুল। তার উপর আরোপিত ৫% আমদানি কর এয়ারলাইন্স সমূহের উপর মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং ব্যবসা পরিচালনা দুঃসাধ্য হয়ে যায়," বলেন এওএবির মহাসচিব মফিজুর রহমান।
তিনি বলেন, "ব্যয়বহুল যন্ত্রাংশের উপর ৫% অগ্রিম কর এবং ৫% অগ্রিম আয়করের সাথে নির্দিষ্ট যন্ত্রাংশের উপর আরোপিত কর মিলিয়ে কোনো কোনো ক্ষেত্রে সার্বিক কর হার ১০০% অতিক্রম করে।"
সংস্থাটি জানিয়েছে, ইঞ্জিনের ধরনভেদে সর্বমোট ২৬.২০ ভাগ করহার বিদ্যমান যা পূর্বে শূন্য শুল্কে ছাড় করানো হতো। তাই ইঞ্জিনের ধরনভেদে আরোপিত সকল আমদানি শুল্ক, ভ্যাট, আগাম কর এবং ধরনভেদে আয়কর প্রত্যাহার করে পুনরায় শূন্য শুল্ক প্রস্তাব করা হয়েছে।
এদিকে, সংস্থাটি জানিয়েছে বাংলাদেশে এভিয়েশন জ্বালানী আন্তর্জাতিক বাজারের তুলনায় অতি মূল্যায়িত। তার উপর ১৫% হারে ভ্যাট আরোপিত। তাই অভ্যন্তরীণ ফ্লাইটে জ্বালানীর উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে এওএবি।
"পৃথিবীর অধিকাংশ দেশেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানীর দামে তারতম্য হয় না। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে জ্বালানীর মূল্য বৃদ্ধির ফলে প্রদেশভেদে আরোপিত কর হ্রাস করেছে। এমনকি জনস্বার্থে কমিয়ে ১% হারেও নির্ধারণ করা হয়েছে," টিবিএসকে বলেন মফিজুর রহমান।
এদিকে যাত্রীপ্রতি আরোপিত বিবিধ চার্জ, কর বাবদ ৭২৫ টাকা থেকে ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী কর ভাড়ার প্রায় ২৫ শতাংশ।
"যাতায়াতের অন্যান্য মাধ্যমে এত কর হার বিরাজিত নয়। উচ্চকর হারের জন্য টিকিটমূল্য যাত্রীর ক্রয়ক্ষমতার বাইরে চলে যায় এবং যাত্রী সংখ্যা কমে সার্বিক কর সংগ্রহ কম হয়। তাই যাত্রী সাশ্রয়ী ভাড়া নির্ধারণের জন্য সার্বিক কর ২২৫ টাকা হ্রাস করার প্রস্তাব করা হয়েছে," লিখিত প্রস্তাবে এমনটি উল্লেখ করা হয়।