টি-টোয়েন্টি দল থেকে বাদ আফিফ-সোহান, নতুন মুখ জাকের-রিশাদ
আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ সময় যাচ্ছে বাংলাদেশের। প্রথম ম্যাচে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জেতা ঘরের মাঠের দলটি পরের ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়ে। যদিও ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে পারফরম্যান্স বিবেচনায় আত্মবিশ্বাসের চূড়ায় বাংলাদেশ। ২৩ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডের পর চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সিরিজের জন্য বুধবার স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১৪ সদস্যের এই দলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থাকা চার ক্রিকেটার বাদ পড়েছেন। আফিফ হোসেন ধ্রুব, রেজাউর রহমান রাজা, তানভীর ইসলাম, নুরুল হাসান সোহানের জায়গা হয়নি। প্রথমবারের মতো ডোক পেয়েছেন ব্যাটসম্যান জাকের আলী অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
দলে পরিবর্তনের কারণ হিসেবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, 'ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু খেলোয়াড়কে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারা এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছু সংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।'
ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণিতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছেন জাকের, 'এ' দলের হয়েও আলো ছড়িয়েছেন। এই পারফরম্যান্স তাকে টি-টোয়েন্টি দলে জায়গা করে দিয়েছে জানিয়ে প্রধান নির্বাচক বলেন, 'জাকিরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। 'এ' দলেও সে ভালো করেছে।'
টিম ম্যানেজমেন্টের চাওয়া, দেলে একজন লেগ স্পিনার থাকুক। এ কারণে দীর্ঘদিন ধরে রাডারে রাখা রিশাদকে বাজিয়ে দেখতে চায় বিসিবি। মিনহাজুল আবেদীন বলেন, 'যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজম্যান্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে নেওয়া। সে আমাদের এইচপির সঙ্গে অনেকদিন কাজ করেছে। আশা করি যারা নতুন এসেছে, তারা যেন সুযোগটা কাজে লাগায়।'
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরেন শরিফুল। যদিও প্রথম দুই ওয়ানডের দলে থেকেও খেলা হয়নি, বাদ পড়েছেন তৃতীয় ওয়ানডের দল থেকে। তবে তাকে নেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলে। তাকে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, 'শরীফুল চোটে ছিল অনেকদিন। চোট থেকে সুস্থ হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছে। দলের সঙ্গে ছিল। এরপর আমরা ওকে ফিরিয়ে এনেছি।'
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।