শিক্ষার্থীদের বিপথগামী না করার অনুরোধ সোহানের
কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন। দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মুত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকেই। হচ্ছে ভাঙচুর, জ্বালাও-পোড়াও। এমন অবস্থায় অনেকেরই আশঙ্কা, বিপথগামী করা হতে পারে শিক্ষার্থীদের। সেটা যেন না করা হয়, তার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান।
হাতের অস্ত্রোপচারের জন্য পরিবারসহ অস্ট্রেলিয়া আছেন ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। সেখান থেকেই দেশের বিশেষ অবস্থায় নজর রাখছেন সোহান। আগেরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রক্তপাত বন্ধের আর্জি জানান তিনি। পরের দিন দেওয়া আরেকটি পোস্টে শিক্ষার্থীদের ঐক্যের প্রশংসা করেছেন সোহান। একই সঙ্গে তিনি অনুরোধ জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের যেন বিপথগামী না করা হয়।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সোহান লিখেছেন, 'আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কীভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতোটা শক্তিশালী। সত্যি বলতে তাদেরকে সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে। তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিঃস্বার্থতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপথগামী করার চেষ্টা করবেন না। তাদেরকে নষ্ট করবেন না।'
আগের দিনের পোস্টে জাতীয় দলের এই ক্রিকেটার লেখেন, 'হাতে সার্জারির জন্য আমি বর্তমানে অস্ট্রেলিয়াতে আছি। দেশে কী হচ্ছে, অনেক কিছুই ভালো ভাবে জানি না। তবে এইটুকু জানি যে, ছাত্র-ছাত্রীরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীরা কখনোই দেশের ক্ষতি চাইতে পারে না। আমরা সবাই মিলে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই।'
'দেশের রক্তাক্ত অবস্থা দেখে স্বাভাবিক থাকতে পারছি না। আমরা তরুণ প্রজন্মই এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো। এ জন্য দরকার সঠিক দিক নির্দেশনা। নিজেদের মধ্যে ঝগড়া করে কখনই বিশ্ব মঞ্চে দেশকে এগিয়ে নিতে পারবোনা। দেশ সবার আগে, নিজের স্বার্থ পরে।' সোহানের মতো বাংলাদেশের অনেক ক্রিকেটারই কোটা সংস্কার আন্দোলনে প্রতিক্রিয়া জানিয়েছেন। সবাই রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন।