হজের খরচ ১১,৭২৫ টাকা কমালো সরকার
সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ১১,৭২৫ টাকা কমিয়েছে সরকার। একইসঙ্গে, বেসরকারিভাবে খরচ কমাতে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-কে নির্দেশ দিয়েছে।
ইতোমধ্যেই যারা আগের নির্ধারিত খরচে হজের জন্য নিবন্ধন করেছেন তারা টাকা ফেরত পাবেন বলে ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে।
সৌদি সরকার হজের খরচ ৪১৩ রিয়াল কমানোর প্রেক্ষাপটে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
ফলে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ হলো ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। বেসরকারিভাবে কমানোর পর তা হবে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা।
গত ফেব্রুয়ারি মাসের শুরুতে হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এসময় সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার টাকা। আর বেসরকারি খাতে তা ছিল ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
এর আগে গত ৯ জানুয়ারি সরকার চলতি বছরের হজের জন্য সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে।
চুক্তি অনুসারে, বাংলাদেশ থেকে ১৫ হাজার জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবে।
হজযাত্রীদের ৫০ শতাংশ বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এবং বাকী ৫০ শতাংশ যাবেন সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইটে।
এছাড়া, মহামারিকালে হজযাত্রীদের জন্য যে বয়স সীমা নির্ধারণ করা হয়েছিল সেটাও প্রত্যাহার করেছে সৌদি সরকার, ফলে ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে অংশ নিতে পারবেন।