বিশ্বচ্যাম্পিয়ন হয়ে প্রথমবার মাঠে নামছেন মেসি-দি মারিয়ারা
বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি বলেছেন, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরো কিছুদিন খেলে যেতে যান তিনি। আর্জেন্টিনার জার্সিতে তিন তারকা যুক্ত হয়েছে যা গায়ে চড়িয়ে উপভোগ করতে চান তিনি। আর সেই উপভোগের শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো খেলতে নামছে আর্জেন্টিনা। পানামার বিপক্ষে এই ম্যাচটি যদিও প্রীতি ম্যাচ। কিন্তু আর্জেন্টিনা খেলোয়াড়দের জন্য মিলনমেলাই বটে।
বিশ্বকাপ ফাইনাল জয়ের পর আবারো একসাথে হয়েছেন মেসি-দি মারিয়া-দি পলরা। প্রতিপক্ষ যোজন যোজন পিছিয়ে থাকলেও নিজেদের খেলায় কোনো ছাড় দেওয়ার কথা ভাবছেন না আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।
দলকে তাগাদা দিয়েছেন যেন বিশ্বচ্যাম্পিয়নের মতোই খেলেন তারা। সেইসাথে ব্যক্তিগত মাইলফলকের জায়গাও আছে কিছু। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির গোল এখন ৯৮ টি। আর মাত্র দুটি গোল করলেই প্রথম আর্জেন্টাইন হিসেবে ১০০ আন্তর্জাতিক গোল হবে তার।
এছাড়াও আরেকটি মাইলফলক হাতছানি দিচ্ছে আর্জেন্টিনা অধিনায়ককে। ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ৭৯৯ গোলে দাঁড়িয়ে আছেন মেসি। আর একটি গোল তাকে পৌঁছে দেবে ৮০০ গোলের মাইলফলকে। বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোরই আছে এই কীর্তি।
পানামার বিপক্ষে ম্যাচের পর আরেকটি ম্যাচ খেলবেন মেসি-এমিলিয়ানো মার্তিনেসরা। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ফিফা র্যাংকিংয়ের ৮৬ তম স্থানে থাকা কুরাকাও।