চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৩.৭৩ কেজি।
বৃহস্পতিবার সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ নম্বর ফ্লাইটে আসা বিমান যাত্রী মোহাম্মদ জিয়াউদ্দিনের কাছ থেকে এসব গোল্ড বার উদ্ধার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের জয়েন্ট ডিরেক্টর সাইফুর রহমান টিবিএসকে বলেন, বিমানযাত্রীর জুতা, বেল্ট, পেটে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য মতে, উদ্ধার হওয়া স্বর্ণবারগুলো পরীক্ষা করা হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের এয়ারপোর্ট ইউনিটের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ টিবিএসকে বলেন, নিয়ম অনুযায়ী উদ্ধার হওয়া স্বর্ণবারগুলো চট্টগ্রাম কাস্টম হাউসে জমা দেবে কাস্টমস গোয়েন্দা।