বানরের দায়িত্বশীল আচরণ, সামাজিক দূরত্ব বজায় রেখে নিল খাবার
করোনাভাইরাস পরিস্থিতিতে যেখানে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব বোঝাতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে দায়িত্বশীলতার দারুণ পরিচয় দিল ভারতের একদল বানর।
দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এমনই এক ছবি পোস্ট করেছেন টুইটারে। তাতে দেখা যায়, রাস্তার ওপর সামাজিক দূরত্ব বজায় রেখে বসে আছে একদল বানর। ওদের খাবার দিচ্ছেন এক তরুণ।
খাবার দেখলে সাধারণত অস্থির হয়ে ওঠতে দেখা যায় এই প্রাণীদের। কিন্তু ওই বানরগুলো দূরত্ব মেনে চুপ করে বসে আছে। খবর এবিপি আনন্দের।
টুইট পোস্টে এ ছবির ক্যাপশনে কিরেন রিজিজু লিখেছেন, আসাম সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের ভালুকপংয়ের কাছে সামাজিক দূরত্বের নিখুঁত ছবি এটি। আমরা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাব, এই প্রাণীরা আমাদের অনেক শিক্ষা দিচ্ছে।
তিনি আরও লিখেছেন, আমরা প্রাত্যহিক জীবনে যে কথাগুলো বেমালুম ভুলে যাই, সেগুলো নতুন করে শিখিয়ে দিচ্ছে ওরা। ছবিটি তেজপুরের অধিবাসী অরূপ কলিতা তুলেছেন।