২৫ মে থেকে শুরু পাঁচ সিটি করপোরেশন নির্বাচন
আগামী ২৫ মে থেকে গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট- এই পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ (৩ এপ্রিল) এক বৈঠকে এ তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম।
তফসিল অনুযায়ী, গাজীপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে; খুলনা ও বরিশালে অনুষ্ঠিত হবে ১২ জুন; ২১ জুন অনুষ্ঠিত হবে রাজশাহী ও সিলেটে।
তবে, জাতীয় নির্বাচনে ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত নিলেও, সব সিটি করপোরেশনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার কথা জানিয়েছে ইসি।
জাহাঙ্গীর আলম আরো জানান, সিসিটিভি দিয়ে ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।