পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
প্রমত্তা পদ্মার বুকে নির্মিত স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম পরীক্ষামূলক ট্রেন চললো আজ। মঙ্গলবার (৪ এপ্রিল) সাত বগির একটি বিশেষ ট্রেন ভাঙ্গা রেল স্টেশন থেকে প্রথমবারের মত মাওয়ার উদ্দেশে ছেড়ে গিয়েছে।
৪২ কিলোমিটার ট্র্যাক পাড়ি দিয়ে ট্রেনটি পদ্মা সেতুর পূর্ব প্রান্ত মাওয়ায় পৌঁছাবে। নতুন নির্মিত এই লাইনটিতেও প্রথমবারের মত কোন ট্রেন চলছে। রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ বেলা ১টা ২০ মিনিটে এই ট্রেনযাত্রার উদ্বোধন করেন।
রেলমন্ত্রীর পাশাপাশি মজিবুর রহমান নিক্সনসহ একাধিক সংসদ সদস্য, রেল মন্ত্রণালয়, প্রকল্প ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এ যাত্রায় অংশ নেন।
এছাড়াও, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ভাঙ্গা এলাকার বিপুল সংখ্যক উৎসাহী জনতা উপস্থিত ছিল।