জামিন পেলেন রানা প্লাজার মালিক
প্রায় এক দশক আগে ঢাকার সাভারে রানা প্লাজা ধসে ১,১৩৫ জন পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের বিষয়ে আগের দেওয়া একটি আদেশ বহাল রেখে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে সোহেল রানার আইনজীবী কামরুল ইসলাম টিবিএসকে বলেন, "তিনি অন্য মামলাগুলোয় জামিন পেয়েছেন। এখন রাষ্ট্রপক্ষ যদি আপিল ডিভিশনে না যায় এবং সেখান থেকে রায়ের ওপর স্থগিতাদেশ আনতে না পারে– তাহলে তার মুক্তি পেতে কোনো বাধা নেই"।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। তিনি বলেছেন, রাষ্ট্রপক্ষ চেম্বার কোর্টে জামিনের আদেশের বিরুদ্ধে আপিল করবে।
মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, 'বর্তমানে এই মামলা ডিপোজিশন পর্যায়ে আছে। মামলায় সাক্ষী আছে ৫০০ জন, এরমধ্যে ৩৫ জন সাক্ষ্য দিয়েছে'।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল আটতলা ভবন রানা প্লাজা ধসে পড়লে বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১,১৩৫ জন নিহত হন, আহত হন আরো হাজার খানেক।
এ ঘটনার একদিন পর সাভার থানার উপ-পরিদর্শক ওয়ালী আশরাফ খান সাভারের সাবেক যুবলীগ নেতা ও রানা প্লাজার মালিক সোহেল রানাসহ আরও 'অবহেলা-জনিত মৃত্যুর' অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা মোট ৪১ জনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ১ জুন চার্জশিট জমা দেন। মামলাটি বর্তমানে ঢাকা জেলা ও দায়রা আদালতে শুনানি পর্যায়ে রয়েছে।
এর আগে ২০২০ সালের ১২ নভেম্বর এই মামলায় সোহেল মামলার জামিনের আবেদন নামঞ্জুর হয় নিম্ন-আদালতে। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। এরপর ২০২১ সালের ১ মার্চ তার জামিনের বিষয়ে একটি রুল জারি করেন হাইকোর্ট।