'মেসির উচিত ছিলো মার্তিনেসকে থামানো'
বিশ্বকাপ ফাইনাল জেতার পর এমিলিয়ানো মার্তিনেসের উদযাপন নিয়ে কম সমালোচনা হয়নি। ড্রেসিংরুমেও তিনি মাত্রা ছাড়ানো উদযাপন করেছেন বলে মনে করেন অনেকেই। এমনকি বুয়েন্স এইরেসের রাস্তায় ছাদখোলা বাসে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপ্পের প্রতিকৃতি সংবলিত পুতুল নিয়েও মজা করতে দেখা গিয়েছে তাকে।
মার্তিনেস নিজের এসব কান্ডের জন্য সাবেক-বর্তমান অনেক খেলোয়াড়ের বিষেদাগারের শিকার হয়েছেন। এবার তার সমালোচনায় মুখর হয়েছেন উয়েফার বর্তমান সভাপতি আলেক্সান্দার সেফেরিন।
'মেসিয়ানিকো' নামে এক বইতে মার্তিনেজ কাণ্ডের সমালোচনা করেছেন সেফেরিন। তবে মার্তিনেজের পাশাপাশি লিওনেল মেসির ভূমিকা নিয়েও কথা বলেছেন সেফেরিন। বলেছেন, মেসির উচিত ছিল মার্তিনেজকে থামানো।
সেবাস্তিয়ান ফেস্ট ও আলেক্সান্দ্রে জুলিয়ার্ডের লেখা 'মেসিয়ানিকো' বইয়ে আলেক্সান্দার সেফেরিন বলেছেন, 'মেসির উচিত ছিল তাকে কিছু বলা। তাকে থামতে বলা উচিত ছিল মেসির। কিছুটা সম্মান দেখানোর জন্য বলা উচিত ছিল।'
সেফেরিন মনে করেন, সতীর্থ এমবাপ্পের প্রতিও মেসির শ্রদ্ধার অভাব ছিল, 'শেষ পর্যন্ত মেসিকে সারা বছর এমবাপ্পের সঙ্গেই খেলতে হয়।'
মার্তিনেজের সমালোচনা করে সেফেরিন আরও বলেছেন, 'পেনাল্টিতে তার আচরণ দেখলে আপনি অনেক কিছু বুঝবেন। আমি বুঝতে পারি না, কেন সে এমবাপ্পেকে নিয়ে মজা করবে। পুতুল নিয়ে যা করেছে, এসব মোটেই খেলোয়াড়সুলভ আচরণে পড়ে না। আমি একেবারেই পছন্দ করতে পারিনি। বিশ্বকাপ জেতার পর উচিত ছিল কিছুটা উদারতা দেখানো। আপনি গোলরক্ষক হিসেবে নিখুঁত হতে পারেন, কিন্তু মানুষ হিসেবে নন।'